Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৪

ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে ৯ জনের মনোনয়ন দাখিল

ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে ৯ জনের মনোনয়ন দাখিল

সাদুল্লাপুর প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার পর্যন্ত এক নারীসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আতাউল হক মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা হলেন- মো. শহিদুল ইসলাম শিপন, মো: নজরুল ইসলাম, শামীমা আখতার ছনিয়া, মো: নবাকুল ইসলাম, মো: সজল মিয়া, মো: জিয়াউর রহমান, মো: নুরে আলম সিদ্দিকি, মো: আল মামুন ও মো: জাহিদ হাসান সেলিম। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু মারা যাওয়ার কারণে বিগত ২০২৩ সালের ১৬ জুলাই চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। শূণ্য এই পদে উপনির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। আর রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়পত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আতাউল হক বলেন, ধাপেরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ ও নারী ১২ হাজার ৮০৭। আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad