Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-২-২০২৪, সময়ঃ সকাল ০৯:১৫

ধাপেরহাটে হলুদ সিদ্ধ করা গরম পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু

ধাপেরহাটে হলুদ সিদ্ধ করা গরম পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু

ধাপেরহাট প্রতিনিধি

হলুদ সিদ্ধকরা গরম পানির গর্তে পড়ে ঝলসে যায় শিশু সিফাত ৮ দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার ভোরে মৃত্যু হয়েছে। শিশু সিফাত ওই গ্রামের সাবু আকন্দের পুত্র।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ইউনিয়নের সাদিপাড়া গ্রামে গত ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধায় হলুদ সিদ্ধকরা গরম পানির গর্তে পড়ে যায় সিফাত (৫) নামের ওই শিশু। পরিবারের লোকজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ৮ দিনপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু সিফাত মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসাদুজ্জামান ও প্রতিবেশি রফিকুল ইসলাম। 
এবিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিউর রহমান বলেন, শিশু সিফাত (৫) সাদিপাড়া গ্রামের সাবু আকন্দের পুত্র। গত ২৬ জানুয়ারী সন্ধ্যার দিকে অসাবধানতা বসত গরম পানি রাখা মাটির গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ফেব্রুয়ারী ভোরে শিশু সিফাত মারা যায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad