ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি►
সাদুল্লাপুরে টানা শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কনকনে এই শীতে গরম কাপড়ের অভাবে যবুথবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এরই মধ্যে সামান্য উষ্ণতা দিতে কম্বল নিয়ে শীতার্থ শিশু ও বৃদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ইউসিবি ব্যাংক গাইবান্ধা।
আজ রবিবার (২১ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুরের তরফবাজিত গ্রামে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে কোরআন শরীফ শিক্ষা এর দ্বিতীয় শাখার শিক্ষার্থী শিশু ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউ সি বি ব্যাংক গাইবান্ধা্র ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল আজাদ , নারী ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি সালাহ উদ্দিন কাশেম, সাধারণ সম্পাদক কায়ছার প্লাবন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠুসহ আরো অনেকে।
এর আগেও জেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ইউসিবি ব্যাংক।