ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে কালভার্ট ভেংগে মরণ ফাঁদে পরিনত হয়েছে। কালভার্টটি দ্রুত সংস্কার না করলে,প্রণঘাতি সহ যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ যেন কালভার্ট নয় মরণ ফাঁদ।
সরেজমিনে গিয়ো দেখা যায়,উপজেলার ধাপেরহাট ইউনিয়নের রংপুর বগুড়া মহাসড়কের ধাপেরহাট থেকে তিলকপাড়া গ্রাম হয়ে ইদিলপুর ইউনিয়ন যাওয়ার রাস্তাটির, তিলকপাড়া মৌজার আবুল কাশেমের বাাড়ির সামনে রাস্তায়, অনেক আগে নির্মিত একটি কালভার্ট ভেংগে, মরণ ফাঁদে পরিনত হয়েছে।
কয়েক মাস অতিবাহিত হলেও কোন জনপ্রতিনিধি কালভার্টটি সংস্কারের উদ্দ্যোগ নেয়নি। কাঁচামাল উৎপাদনের এলাকা বলে খ্যাত ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়ন, প্রতিদিন ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের হাজারও মানুষজন এবং শত শত অটো,মিশুক, ভ্যান কাঁচা মালা নিয়ে ধাপেরহাটে যাতায়াত করে।অথচ দীর্ঘ দিন অতিবাহিত হলেও ঐ কালভার্টটি আজও সংস্কার করা হয়নি।
ঐ গ্রামের বাসিন্দা ও ধাপেরহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, কালভার্ট নয়,যেন মরণ ফাঁদ।অতি দ্রুত কালভার্টটি সংস্কার করা না হলে,প্রাণঘাতিসহ যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন,দিন রাত, মাটি নিয়ে দুর্বার ট্রলি গুলো যাতায়াতের কারনেই কালভার্ট ভেংগে গেছে, দ্রুত কালভার্টটি মেরামত করা প্রয়োজন। ঐ এলাকার কৃষক ময়নুল ইসলাম ও সাইদুল ইসলাম বলেন,কালভার্ট ভেঙ্গে যাওয়ায় মালামাল নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। দিনে তবুও দেখে চলা যায়,রাতে কখন যে, কোন গাড়ি পড়ে গিয়ে কোন বিপদ হয় বলা মুশকিল।দ্রুত কালভার্টটি ভালো করা দরকার।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন বলেন,ঐ গ্রাম থেকে আমার বাড়ি ৪ কিলোমিটার দুরে।কালভার্টটি ভেংগে গেছে তা আমার জানা নাই,বা কেউ বলেওনি।,দুর্ঘটনা এড়াতে অতিদ্রুত চেয়ারম্যানের সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি মেরামতের ব্যাবস্তা করা হবে।
ভেংগে যাওয়া কালভার্টটি তাড়াতাড়ি সংস্কার করে, জনগনের জাতায়াতের পথ সুগম করা হোক এমনটাই দাবী এলাকার সচেতন মহলের।