Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৫

দিনাজপুরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

দিনাজপুরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করলেও মাদক কারবারীকে আটক করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রেস রিলিজ এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে এক মাদকারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন  ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিদর্শক হাসিবুল হাসান।
বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের ভুঁইপাড়ায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে করে। যার মুল্য প্রায় ২৩ লক্ষ টাকা। এ সময় বাড়ীর মালিক মাদক কারবারি কার্তিক রায় (৪২) চেহেলগাজী ইউনিয়নের ভুঁইপাড়া গ্রামের মৃত সুশিল  চন্দ্র রায়ের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর জানান, মাদককারবারি কার্তিক রায় দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার বড় চালান এনে দিনাজপুরে পাইকারি সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  মাদক কারবারী কার্তিক চন্দ্র রায় দেশের অন্য জেলা থেকে মাদকের একটি বড় চালান তার বাড়ীতে নিয়ে এসেছে। খবর পাওয়ার পর ডিএনসি কর্মকর্তারা মাদক কারবারী কার্তিকের বাড়ী ঘরে ফেলানো হয়। মাদক জব্দ করার এক পর্যায়ে ছদ্ম বেশে মাদক কারবারি পালিয়ে যায়। মাদক কারবারি কার্তিক একজর চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাতেই মাদক ব্যবসায়ী কার্তিক চন্দ্রকে আসামী করে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জব্দ তালিকা করে ৭৬ কেজি গাঁজা আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি মাদক কারবারী কার্তিক চন্দ্র রায়কে গ্রেফতারের অভিযান ব্যাহত রয়েছে বলেও তিনি জানান।    
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad