দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুর চিরিরবন্দরের ভুষিরবন্দরে রক্তাক্ত অবস্থায় খায়রুল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ভুষিরবন্দর বাজারের পাশে পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের গোপনাঙ্গে ও কানের আঘাতের চিহ্ন রয়েছে বলেও প্রাথমিক সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেন।
নিহত খায়রুল ইসলাম উত্তর তেতুলিয়া গ্রামের দিবর পাড়ার বাবলু হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, নিহত খায়রুল পেশায় একজন রাজ মিস্ত্রি ছিলেন গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজা খুজি করে। আজ সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো এবং তার গোপনাঙ্গতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশের বিভিন্ন টিম ইতোমধ্যেই গোয়েন্দা তৎপরতা শুরু করেছে। এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার করছে কিনা পুলিশ এটিও তদন্তে খুঁজে বের করবে।