দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন বিচারক।
আজ রবিবার (২৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ প্রদান করেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসী পাড়ার বৈদ্দ কিস্কু (৩৬)। তিনি ওই গ্রামের মৃত তালা কিস্কুর ছেলে।
মামলার এজাহারে জানা যায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসী পাড়ার তালা কিস্কুর ছেলে বৈদ্দ কিস্কু (৩৬)। পারিবারিক কলহের জের ধরে বৈদ্দ কিস্কু তার সৎ মা মামলার বাদী সুমি হাসদাকে (৪৬) ২০১৮ সালের ১০ অক্টোরব সন্ধ্যায় লাঠি দিয়ে মারধর করে। এ সময় তার পিতা তালা কিস্কু এসে বাঁধা দিয়ে মারধরের কারণ জানতে চান।
এতে বৈদ্দ কিস্কু তার বাবাকেও লাঠি দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তার বাবা তালা কিস্কু মাটিতে পরে গেলে কমড়ে রাখা চাকু বের করে তার বাবার মুখে থুতনিতে আঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তালা কিস্কু মারা যায়। পরে আসামী বৈদ্দ কিস্কু নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয়।
এ ঘটনায় নিহত তালা কিস্কুর তৃতীয় স্ত্রী বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামী বৈদ্দ কিস্কু আদালতে বিচারকের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী অফিসার এস আই নজরুল ইসলাম ২০১৯ সালের ৩০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রবিউল ইসলাম রবি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষ বিচারক আসামী বৈদ্দ কিস্কুকে যাবজ্জীবন কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এই রায় পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি।
আসামী পক্ষের আইনজীবী বিধান কুমুর দেব বলেনম, সন্দেহাতীতভাবে এই রায় প্রদান করা হয়েছে। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাবো এবং সেখানে আপিল করে ন্যায় বিচার পাবো বলে আশা করছি।