দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে পৃথক পৃথক স্থানে ট্র্রলির ধাক্কায়, মোটরসাইকেল আরোহী দুই নারী ও দুই পুরুষসহ মোট ৪ জন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর এবং বিরল চিরিরবন্দর এলাকায় ট্রালির ধাক্কায় পপথচারী ও মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত হন তারা। এছাড়াও স্টেডিয়াম এলাকায় আরেক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, জেলা সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরে সকাল ১০ টার দিকে রাস্তা পারাপারের সময় পুর্ন চন্দ্র রায়ে স্ত্রী ধিরিবালা (৬৫) মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসাপাতালে নিয়ে গেল জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে পুলহাটে স্টেডিয়ামের পাশে মানষিক প্রতিবন্ধী আরেক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। তবে তার মৃত্যুর কারন জানতে পারেনি তারা।
এদিকে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান , চিরিরবন্দরের ইসুবপুর ইউনিয়নের ডাঙ্গার হাট চক মানিক এলাকায় ট্রলির ধাক্কায় পথচারী আর্জিনা খাতুন (৩৬) আহত হয় । পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । নিহত আর্জিনা খাতুন এই ইউনিয়নের বাঙ্গাল পাড়ার মকছেদ আলীর স্ত্রী ।
শহরের কাঞ্চন ব্রীজের অপর প্রান্তে বিরল এলাকায় প্রায় একই সময়ে রাস্তা পারাপারে নওশের আলী (৬০) নামে আরেক ব্যক্তি মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। তাকে মৃত বলে ঘোষনা করেছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক
নিহত নওশের আলী দিনাজপুর শহরের চাউলিয়াপট্রি মহল্লার এবাদত আলীর ছেলে। বিরল থানার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে অফিসার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা।