Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে ভ্যাপসা গরম,শ্রমিক সংকট আর শিলা বৃষ্টির সম্ভাবনা কৃষকের দুশ্চিন্তা কাটিয়ে মুখে হাসি ফোঁটাতে কৃষকের পাকা ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছেন ছাত্রলীগের  নেতাকর্মীরা ।  

আজ শুক্রবার (২৮ এপ্রিল)  সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের মাসিমপুর গ্রামের  কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

দিনাজপুর সদরের মাসিমপুরে কৃষক ছোবের আলী জানান, ইরি বোরো ধান ক্ষেতের  পেকে গেলেও শ্রমিকের অভাবে ধান কেটে বাড়ীতে আনতে পারছি না ।

এমন সময়  আমার ধান ক্ষেতে কাস্তে হাতে নিয়ে  জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার পাকা ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছে ।  সত্যি আমি আনন্দিত উচ্ছাসিত ও অভিভুত । 

কৃষক ছোবের আলীর ছেলে আব্দুল কাদের জানান, ,একদিকে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না । আবার মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে কখন বুঝি শিলা বৃষ্টি হয়। সব মিলে ধান কাটা নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করছিল । জমিতে পাকা  ধান নিয়ে আমরা দুশ্চিতায় ছিলাম । খবর  পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা  আজ সকাল থেকে  দুপুর পর্যন্ত ক্ষেতের পাকা ধান কেটে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে,এতে আমরা অনেক খুশি । 

এদিকে জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক ছাত্রলীগ জন সাধারনের সুখে-দুখে পাশে আছে , পাশে থাকবে ।  আমরা আমাদের চেষ্ঠার সবটুকু উজার করে কয়েকজন ছাত্রলীগের কমীলা একত্রিত হয়ে আমাদের এক কৃষক ভাইয়ের  পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে পেরেছি । কৃষকের মুখের একটু হাসি ও অশ্রুভেজা চোখ দুটো দেখে অনেক ভাল লাগছে । 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad