নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের কিশামত মালিবাড়ী ছয়আনীতে দুর্গা ও কালী মন্দির অঙ্গনে ৫ই ফেব্রুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত ৪০ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ, লীলা ও ভোগ কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
৪০ প্রহরব্যাপী কীর্তন এর কর্মসুচী হলো ৫ ই ফেব্রুয়ারী মঙ্গলঘট স্থাপন ও অধিবাস। ৬ থেকে ৮ই ফেব্রুয়ারী মহানাম যজ্ঞ, ও ৯ থেকে ১০ই ফেব্রুয়ারী লীলারস কীর্তন এবং ১১ই ফেব্রুয়ারী মহাপ্রভুর ভোগ এর মধ্য দিয়ে সমাপ্তি। নাম কীর্তন পরিবেশনে রয়েছে ঠাকুরগাঁও রাধা কৃষ্ণ সম্প্রদায়, ডোমার এর প্রাণ গোবিন্দ সম্প্রদায়, গোবিন্দগঞ্জ এর যুগল কিশোর সম্প্রদায়, দারখামার এর গৌর নিতাই নামের কাঙ্গাল সম্প্রদায়, দিনাজপুর এর মানব মুক্তি সম্প্রদায়,স্বার্গতিকের নামের কাঙ্গাল সম্প্রদায়৷ লীলারস কীর্তন পরিবেশনায় বগুড়া কাহালুর ববিতা রানী, বগুড়ার সুদেব কর্মকার, কিশোরগঞ্জ মাধবী রানী দাসী, লালমনিরহাট আজিতমারির অরবিন্দ চন্দ্র দীপক।
অনুষ্ঠান পরিচালনায় রয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ২নং মালিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি স্বপন চন্দ্র দাস,সহ-সভাপতি নিরঞ্জন চন্দ্র দাস,আমরতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র দাস, সহ : সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বর্মন ও সজল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ ফনি চন্দ্র দাস, সহ কোষাধ্যক্ষ সুজন চন্দ্র দাস,বিষ্ণু চন্দ্র দাস এবং সংকল্পে প্রফুল্ল চন্দ্র দাস।