Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৪-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৪

ডোমার পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক রুবেল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

ডোমার পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক রুবেল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

শাহজাহান আলী মনন, নীলফামারী  ►

নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল ইসলামের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে আজ।

মঙ্গলবার (১৮ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে ডোমারবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো কাউন্সিলর ও সাংবাদিক রুবেল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চিকনমাটি পূর্ব ধনীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় জানাজা পূর্ববর্তী সময়ে মরহুমের স্মৃতিচারণ করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক প্রমূখ।

প্রসঙ্গতঃ সোমবার (১৭ই এপ্রিল) রংপুর থেকে ডোমার ফেরার পথে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের তিনবট ও সলেমানের চৌপথীর মাঝামাঝি এলাকায় তিনজন পথচারী শিশুকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad