নীলফামারী প্রতিনিধি►
নীলফামারীর ডোমারে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমান, মেডিকেল কনোলজিস্ট (ইপিআই)হাবিবুর রহমান সিদ্দিকী, স্বাস্থ্য সহকারী বিকাশ চন্দ্র রায় প্রমুখ।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫-১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।