মাধুকর ডেস্ক ►
রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হলেও বর্তমানে সারাদেশেই বাড়ছে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ঢাকার মতো ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়লে ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা ও হুমকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৮৮৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ৫৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ৫৯ জন এবং ঢাকা মহানগরের বাইরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ২৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ হাজার ৮৪৩ জন ডেঙ্গু-রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নয় হাজার ৬৬৪ জন এবং ঢাকার বাইরে চার হাজার ১৭৯ জন হয়েছেন।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ ডেঙ্গু বিষয়ে বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু রোগের ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট দুটোই দুর্বল। যদি গ্রামের কম অবস্থা সম্পন্ন কোনো লোক ডেঙ্গু আক্রান্ত হন, তার পে বড় হাসপাতাল কিংবা ঢাকায় এসে সেবা নেওয়া সম্ভব নয়। ফলে ডেঙ্গুতে বহুমাত্রিক সমস্যা বাড়ছে। আশঙ্কা করছি, ভবিষ্যতের দিনগুলোতে ডেঙ্গু ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিবে।
ঢাকার বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ের ডেঙ্গুর শনাক্তের জন্য পরীা ও চিকিৎসার সমতা কতটুকু জানার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কারও ফোন বন্ধ, আবার কারও ফোন চালু থাকলেও রিসিভ করেন নি।