Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১২-২০২৩, সময়ঃ রাত ০৮:০৮

ঝোপে মিললো গলায় শার্ট পেঁচানো শিশুর মরদেহ

ঝোপে মিললো গলায় শার্ট পেঁচানো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গলায় শার্ট পেঁচানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আলাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম সাব্বির (১২)। সে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভুতমারা গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে ভুতমারা হাফেজিয়া মাদ্রাসায় পড়ত।

স্বজন ও স্থানীয়রা জানায়, গত রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাব্বির হঠাৎ করেই নিখোঁজ হয়। তারপর থেকেই স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। অবশেষে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আলাই নদীর তীরে ঝোপের মধ্যে গলায় শার্ট পেঁচানো অবস্থায় সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বলেন,  দুর্বৃত্তরা অন্য কোথাও সাব্বিরকে শ্বাসরোধ করে হত্যার পর রাতের আঁধারে লাশ নদীর তীরে হয়তো ফেলে গেছে। তদন্ত হলে প্রকৃত ঘটনা এবং হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করা যাবে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad