গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ১শ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে গোবিন্দগঞ্জের তাসলিমা সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেছে। তার এই কৃতিত্বের জন্য আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তাসলিমা সুলতানা উপজেলা চত্বরের কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণীর শিক্ষার্থী। এর আগে সে ১শ মিটার দৌড়ে গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। তাসলিমা সুলতানার বাবা আবু তাহের একজন ক্ষুদ্র ব্যবসায়ি ও মা সুমি আকতার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছেন।
তাসলিমার এই কৃতিত্বে উপজেলা নিবাহী অফিসার আরিফ হোসেন তাকে খেলাধুলা ও পড়াশুনার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরণের সুবিধা প্রদানের আশ্বাস দেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) এস এম আব্দুল্যা বিন সফিকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।