Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১-২০২৪, সময়ঃ বিকাল ০৩:২১

জাতীয় নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

জাতীয় নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ কর্মসূচিতে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটের নেতারা।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জনগন কর্তৃক প্রত্যাখ্যাত প্রহসনের নির্বাচন উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন জোটভুক্ত বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও ১নং রেলগেটে জড়ো হয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৭ জানুয়ারি ২০২৪ দিনটি জাতির ইতিহাসে আরও একটি কলংকিত অধ্যায় যুক্ত হলো। কীভাবে স্বৈরশাসক নিজের সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য জনমতকে উপেক্ষা করে ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করেছে। সেই  নির্বাচনে বেশিরভাগ ভোটকেন্দ্র গুলো ছিল ভোটারশূণ্য এবং আওয়ামী লীগের কর্মীদের জটলা। ফলে এদেশের সংগ্রামী জনগন সেই নির্বাচনকে বর্জন করেছে। 

বক্তারা আরাও বলেন, মুক্তিকামী জনগন অতীতেও দেশের যেকোনো সংকটে তারা সংগ্রামী ভূমিকা রেখেছে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা অবিলম্বে  জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সেই সাথে এদেশের মুক্তিকামী মানুষদের এইসব দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক ও  বাসদ (মার্কসবাদী) জেলার সদস্য  কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন  বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলার আহ্বায়ক

কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবির জেলা সম্পাদক মন্ডলির সদস্য মিতা হাসান, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবির জেলা কমিটির সদস্য আবদুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad