Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৯

জমি নিয়ে মারামারির ঘটনায় নারীসহ ১৪ জন আহত 

জমি নিয়ে মারামারির ঘটনায় নারীসহ ১৪ জন আহত 

পঞ্চগড় সংবাদদাতা ►

পঞ্চগড়ে জমি নিয়ে মারামারির ঘটনায় নারীসহ ১৪ জন আহত হয়েছেন। শনিবার জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় এলাকায় এ মারামারির ঘটনা ঘটে। এতে নারীসহ দুই পরে ১৪ জন আহত হয়ে পঞ্চগড় হাসপাতাল এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জরিনা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৬০), হোসেন আলী (৫০), শেখ ফরিদ (২৯), ফেরদৌস আলী (৪০), আশরাফুল ইসলাম (৩২), ফরহাদ ইসলাম (২৭), ফিরোজা বেগম (৫৫), বাদশা (৪০), আব্দুর রফিক (৫৩) ও হামিদা বানু (৫৩)। 

জানা গেছে, জরিনা বেগমের ২০ শতক জমি নিয়ে বেলাল পরে লোকজনের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি জখম হয়েছেন জরিনা বেগম। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে জখম করেছে প্রতিপরা।

স্থানীয় এবং আহতদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ৩০ বছর আগে জরিনা বেগম স্থানীয় হেদেলু বর্মনের কাছ থেকে ২০ শতক জমি ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে চা এবং ওষুধের ব্যবসা করে আসছিলেন। তবে পাঁচ বছর আগে বেলাল হোসেনও একই ব্যক্তির কাছ থেকে ওই জমি ক্রয় করেছেন মর্মে জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে দুই পরে মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে ২০১৯ সালে জরিনা বেগম আদালতে মামলা দায়ের করেন। একপর্যায়ে বেলাল হোসেনও আদালতে মামলা দায়ের করেন। 

শনিবার জরিনা বেগম প্রতিদিনের মতো নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় অতর্কিতে বেলাল পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি-সোটা নিয়ে দলবেঁধে জরিনা বেগমের জমি দখল নিতে যায়। এতে জরিনা বেগমের লোকজন বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় জরিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বেলালের লোকজন। আশেপাশের লোকজন ছুটে এসে এতে বাঁধা দিলে তাদেরকে মারধর ও জখম করে বেলালের লোকজন পালিয়ে যায়। পরে প্রত্যদর্শীদের সহযোগিতায় আহতদের ইজিবাইকযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার জানান, বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় এলাকায় জমি নিয়ে প্রতিপরে মধ্যে সংঘর্ষ হচ্ছে। তাৎণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে দেখে যে সংঘর্ষ থেমে গেছে। পরে আধুনিক সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad