Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

জমিজমা সংক্রান্ত বিরোধ বসতবাড়িতে হামলা ভাংচুর-লুটপাট আহত ২

জমিজমা সংক্রান্ত বিরোধ বসতবাড়িতে হামলা ভাংচুর-লুটপাট আহত ২

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি ►

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বুলবুলি বেগম (৪০) ও জবা খাতুন (২২) নামে দু’জন মহিলা আহত হয়েছে। আহত মহিলা দু’জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামে। এঘটনায় ১৮ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, ওই গ্রামের সিরাজ উদ্দিনদের সাথে  প্রতিবেশী রেনু মিয়াদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সিরাজ পক্ষের লোকজন বিবাদমান জমিতে বাড়িঘর নির্মাণ করে বিগত ৫০ বছর ধরে বসবাস করে আসছে।

প্রতিপক্ষ ওই জমি এবং বাড়ি-ঘর জোরপূর্বক জবর দখলের পায়তারা করতে থাকে এরই একপর্যায়ে গত রোববার   উক্ত সিরাজ উদ্দিনের লোকজনের বাড়িতে অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর করে টিনের বাড়ি-ঘর, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে হামলাকারিদের হাতে বুলবুলি ও জবা খাতুন আহত হয়। এঘটনায় সিরাজ উদ্দিন ও তার লোকজনের কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। 

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আহত বুলবুলি বাদি হয়ে একটি মামলাদায়ের করেছে। তদন্ত্য সাপেক্ষে আইনানুগ ব্যবন্থা নেয়া হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad