সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
ভুমিহীনদের মাঝে ভুমি ও ঘর দেয়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা মাতৃত্বকালিন ভাতা প্রদানের নামে অর্থ হাতিয়ে নেয়া টাকা আদায়ের জন্য গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ তাকে পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলা হতে উদ্ধার করে। বেআইনিভাবে নেতাকে আটক করায় অপরাধে চার জনতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা ও কল্পনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে। পুলিশ শুক্রবার তাকে উদ্ধার করে এবং গতকাল শনিবার গ্রেপ্তারকৃত চার জনতাকে জেল হাজতে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রাজ্জাক মিয়া, জাহেদুল ইসলাম, রায়হান আকন্দ, কবিরুল ইসলাম। নেতা বকুল উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের কৃষকলীগ সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সোনারায় ইউনিয়নের অসহায় ও দিনমজুর ১৩টি পরিবারের কাছ থেকে মুজিব শতবর্ষের ভুমিহীনদের মাঝে ভুমি ও ঘর দেয়ার নামে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নেয় বকুল বিশ্বাস।
এছাড়া উপজেলা বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লাইলী বেগমের মাধ্যমে শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্দী ভাতা ও ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ গ্রহন করে। জসিম উদ্দিন ওই টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার পৌর শহরের কাঠালতলী মোড় হতে তাকে আটক করে।
সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, বকুল বিশ্বাস বিভিন্ন সময় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তার বাসায় ডেকে বিভিন্ন প্রকল্প দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। সে দীর্ঘদিন হতে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করে আসছিল। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে।
উপজেলা কৃষকলীগ সভাপতি আতাউর রহমান মাষ্টার এ ঘটনার সাথে জড়িত থাকায় বর্তমানে তিনি আত্নগোপনে রয়েছে। সে কারনে তার মতামত নেয়া সম্ভাব হয়নি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু জানান, তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে। আশু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামন জানান, বেআইনি ভাবে নেতা বকুলকে আটক করে রাখা হয়েছিল। সে কারণে বকুলের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে তাকে উদ্ধার করা হয়েছে এবং বেআইনি ভাবে আটক রাখার অপরাধে চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে বকুলের বিরুদ্ধে অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।