দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের চিরিরবন্দরে ইরি বোরো ধানের জমিতে সেচ দেওয়ার সময় মর্ডারের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় ওবাইদুর রহমান (৪০) নামে টিউবওয়েল মিন্ত্রী মারা গেছেন।
আজ রোববার বিকেলে বিকাল ৪টার দিকে চিরিরবন্দরের রানীরবন্দরে এক প্রাইভেট ক্লিনিং এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত টিইবওয়েল মিন্ত্রী ওবাইদুর রহমান উপজেলার সাতনালা ইউপির চানপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে।
স্থানীয় ও সহকারী টিউবওয়েলমিস্ত্রিদেও বরাত নিয়ে পুলিশ জানান, প্রতিদিনের ন্যায় আজ রবিবার সকালে টিউবওয়েল মিস্ত্রি ওবাইদুর রহমানসহ তার আরোও কয়েকজন সহকারী মিন্ত্রীদেও নিয়ে টিউবওয়েলের বডিং করতে চিরিরবন্দও উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ ডাঙ্গারহাট বাজার এলাকার কালাচান পাড়া গ্রামে ষরিফুল ইসলামের বাড়ীতে পাইপ বডিং এর কাজ করতে যান। এ সময় টিউবওয়েলের বডিং করার পরে বোরোর জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক তারের সাথে মটরের সংযোগ দিতে গিয়ে টিউবওয়েলে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বিদ্যুৎস্পৃষ্টে এক বডিং মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে । এ ব্যাপারে চিরিরবন্দর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।