দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর চিরিরবন্দরে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুত স্পর্শে কৃষক আব্দুল জব্বার (৬০) ও তার এক গাভী মারা গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের জুলফিকার হোসেন দুলুর সেচপাম্প মর্টার ঘরের পাশে এই ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল জব্বার ভিয়াইল ইউনিয়নের জয়পুর পূর্ব পাড়ার ঝড়– ফকিরের ছেলে।
চিরিরবন্দর থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) নূর আলম নিশ্চিত করে বলেন, উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের জুলফিকার হোসেন দুলুর সেচপাম্প মর্টার ঘরের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে আব্দুল জব্বারের একটি গাভী গরুটি বিদ্যুত স্পর্শ হয়।পাশের আইলে বসে থাকা গাভীর মালিক আব্দুল জব্বার গরুটিকে বাঁচাতে দৌড়ে এসে চেষ্ঠাকালে নিজেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। এতে ঘটনা স্থলেই গরুসহ কৃষক আব্দুল জব্বার মারা যায়।
তিনি আরোও জানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট আত্মীয়দের হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।