দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের ঘোড়াঘাটে মইলা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) বয়সী কিশোর মমান্তিক ভাবে নিহত হয়েছে । পরে দমকল বাহিনীর সদস্যরা প্রায় ঘন্টা খানিক মইলা নদীতে উদ্ধার চালিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ।
আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বার পাইকার গড় এলাকায় মইলা নদীতে এ ঘটনা ঘটে । নিহত কিশোর রাসেল ইসলাম ঐ এলাকার লোকমান শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, প্রতিদিনের মত রাসেল দুপুরে বাড়ির পাশে মইলা নদীতে গোসল করতে যায় । অনেকক্ষণ পর রাসেলকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে রাসেলের লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, কিশোর রাসেল আনুমানিক দুপুর ১ টার দিকে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী বিকাল ৪ টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা গিয়ে মৃত্যু অবস্থায় রাসেল ইসলামের লাশ উদ্ধার করি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন,আজ পানিতে পড়ে এক কিশোরের মৃত্যুও সংবাদ নিশ্চিত কওে বলেন , পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে থানায় অপমৃত্যুও মামলা দায়ের করা হয়েছে ।