গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে নানা প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে প্রতারক চক্র।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বিভিন্ন মানুষকে ইউএনও’র মোবাইল নম্বর থেকে ফোন করে অর্থ আদায়ের চেষ্টাকালে বিষয়টি প্রকাশ হয়। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন।
তিনি পোষ্টে লেখেন, উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ এর দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থের দাবি করা হচ্ছে।এ বিষয়ে কোন প্রকার তথ্য প্রদান করা বা অর্থিক লেনদেন না করার জন্য সকলকে সর্তক করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন বলেন, প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকার দাবি করে একটি চক্র। বিষয়টি ফেসবুকে দেওয়ায় শুক্রবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত কেউ প্রতারণার শিকার হয়নি।