Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:২৬

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গত ২৪ জুন শনিবার শাহাদাত (২৪) নামে এক যুবক নিহত হয়।  এ ঘটনায় দায়েরকৃত মামলায় এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোর রাতে পলাশ মিয়া (৩০) নামে এক যুবককে রাজধানীর ফেনি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক পলাশ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর মধ্যপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে নিহত শাহাদত হোসেনের আপন চাচাতো ভাই। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার করা পলাশকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ওই গ্রামের আব্দুল জলিল ও জাহেদুল দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জলিলকে ১৩ শতাংশ জমি দান করেন তাদের মা জমিলা বেওয়া। এ নিয়ে জাহেদুলের সাথে জলিলের বিরোধ শুরু হয়। বিরোধের জের ধরে গত ২৩ জুন শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে সাত জন আহত হন। তাদের মধ্যে জলিলের ছেলে শাহাদত গুরুতর আহত হয়ে ২৪ জুনশনিবার মারা যান।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad