গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল কৃষি কর্মসূচী বিষয়ক প্রকল্প বাস্তবায়ন পরবর্তী স্টেকহোল্ডারদের সাথে সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ্যাকশন এইড বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় বক্তব্য রাখেন প্রোগাম হেড কাজী মোরশেদ আলম, এলআরপি ম্যানেজার আজাদুল ইসলাম, স্পনসারশিপ ম্যানেজার আব্দুল্যা আল মামুন, মিয়েল ম্যানেজার শাহিনুজ্জামান, এ্যাকশন এইড বাংলাদেশের ঘোড়াঘাট কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল কাইয়ুম, প্রকল্প ম্যানেজার ফারুকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে তুলে ধরে বিভিন্ন প্রেজেটেনের মাধ্যমে উপস্থিত ষ্টেকহোল্ডার ও অতিথিদের অবহিত করা হয়।