Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৩-২০২৩, সময়ঃ সকাল ১১:৪৫

গোবিন্দগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

গোবিন্দগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবন্ধার গোবিন্দগঞ্জের আব্দুর রহমান (২৮) ওরফে কনক মোহন্ত নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে শহরের মধ্যপাড়ার মহল্লার কালিদাস মোহন্ত সাজুর পুত্র। সে ধর্মান্তরিত হয়ে কনক মোহন্ত বদলে আব্দুর রহমান নামে পরিচিত হন। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার রাতে পুলিশ শয়ন ঘর থেকে  তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ শনিবার (২৫ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পরিবারের দাবী শুক্রবার বিকেলে গলায় ওড়নার সাহায্যে ফাঁস দিয়ে নিজ শয়ন ঘরে আতœহত্যা করেছে আব্দুর রহমান। 
গোবিন্দগঞ্জ থানার অফিসার বুলবুল  ইসলাম জানান, আব্দুর রহমান ওরফে কনক একজন নবমুসলিম। মধ্যপাড়ার বাসায় পরিবারের সাথে বসবাস করত। পরিবার ফাঁস দিয়ে তার আত্বহত্যার কথা বললেও বিভিন্ন্ সন্দেহ থেকে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত  রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad