গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিপণ না পেয়ে শ^াস রোধে শিশু হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মফিজুল ইসলাম কে র্যাবের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। রায় ঘোষণা পর থেকে প্রায় ৩০ মাস পলাতক ছিল সে। মফিদুল উপজেলার শাখাহার ইউনিয়নের মালিয়ান চাপরা গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার এ এস আই আব্দুল রাজ্জাক জানান র্যাব-২ এর সহযোগিতায় গত মঙ্গলবার তাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। এরপর আজ বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ জানায় ২০১৪ সালের ২১ শে জানুয়ারী উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মেজবাউল ইসলামের ৩ বছরের পুত্র রাফসান সামি অপহরণের শিকার হয়। এরপর অপহরণকারীর বাড়ীর পাশের একটি খড়ের পালা থেকে সামির বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে মামলা হলে দীর্ঘ শুনানির পর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক মামলার ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামী মফিদুল পলাতক থাকলেও অপর আসামী মাহফুজার রহমান ও সালজার রহমান জেলা কারাগারে রয়েছেন।