Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৭-২০২৩, সময়ঃ সকাল ০৮:৫৪

গোবিন্দগঞ্জে যানজট ও ধীরগতির দুর্ভোগে নারী শিশু

গোবিন্দগঞ্জে যানজট ও ধীরগতির দুর্ভোগে নারী শিশু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নারী-শিশু ও বৃদ্ধসহ  ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ। যানজটের কবলে ৫মিনিটের শহর পার হতে সময় লাগছে প্রায় ৪০ মিনিট থেকে ১ ঘন্টা।

স্থানীয় ব্যবসায়িরা জানান, ঈদের পর প্রিয়জনের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফেরত মানুষের চাপ বেড়েছে  ঢাকা-রংপুর মহাসড়ক ও গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া আঞ্চলিক মহাসড়কে। যে কারণে আঞ্চলিক মহাসড়ক ও মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের এক থেকে দেড় কিলোমিটার যে মুল এলাকা রয়েছে তা পারাপার হতে দীর্ঘ সময় লাগছে।

কখন কখনও পাঁচ মিনিটের সড়ক অতিক্রম করতে শম্ভুক গতি ও যানজটের কারণে  সময় লাগছে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত। এতে করে আপনজনের সাথে ঈদ আনন্দ ভাগাভগি শেষে কর্মস্থলের উদ্দেশ্যে পাড়ি জমানো নারী শিশু ও বয়োবৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। তার উপর কখন রোদ আবার কখন বৃষ্টি আর গরমে দুর্ভোগের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে।

গোবিন্দগঞ্জের মতিয়ার রহমান নামের একজন চাকুরীজীবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটাস দিয়ে লিখেছেন  কর্মস্থলের উদ্দেশ্যে রংপুর থেকে ঢাকার উদ্যেশ্যে রাত ১১টায় যাত্রা করে বগুড়ার ফুড ভিলেজ পৌঁছেন সকাল ৭টায়। অথাৎ প্রায় ১শ’ ৪০ কিঃ মিঃ পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় ৮  ঘন্টা।

গোবিন্দগঞ্জের যানজটে আটকা পরা ঢাকামুখী যাত্রীবাহী কোচের যাত্রী আব্দুর রহমান বলেন বাড়ীতে এ ধরণের যানজট ছিল না। কিন্তু কর্মস্থলে ফেরার পথে এই কষ্ট ঈদের মজাটাই নষ্ট করে দিয়েছে।

যানজট নিরসনের দায়িত্বে নিয়োজিত গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন গাড়ীর চাপ বাড়ায় শহরে ধীর গতিতে যানচলাচল করায় যানজট হচ্ছে। তা’ছাড়া ঢাকার লোকাল বাস এই এলাকায় ঢুকতে শুরু করেছে। এই গাড়ীর চালকরা এলোমেলো ভাবে গাড়ী চালানোর কারণে কিছুটা যানজট হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ সহ সকল আইন প্রয়োগকারী সংস্থা যানজট নিরসনে কাজ করছে। শনিবার পর্যন্ত এই অবস্থা চলবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad