Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ দুপুর ১২:৫৫

গোবিন্দগঞ্জে মরিচের ভাল দাম পেয়ে খুশি কৃষকরা

গোবিন্দগঞ্জে মরিচের ভাল দাম পেয়ে খুশি কৃষকরা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে মরিচের ভাল দাম পেয়ে খুশি কৃষকরা। চলতি মৌসুমে উপজেলার কোচাশহর, কামারদহ, গুমানিগঞ্জ, দরবস্ত, রাখালবুুরুজ, তালুককানুপুর, হরিরামপুর, শালমারা ইউনিয়নে স্থানীয় জাতের পাশাপাশি কৃষকরা বারি-১, অগ্নি, চইতালী, সানিক, প্রিমিয়ার, বিন্দি মাগুড়া বর্ষালী মরিচের আবাদ করেছেন। 

এবার মরিচ চাষ বৃদ্ধি পেলেও রোগবালাইয়ে কারণে ফলন তেমন ভাল হয়নি। চৈত্র মাসের শুরুতেই জমিতে মরিচ লাগানো হয় আর বৈশাখে ফলন শুরু হয়। শুরুতেই মরিচের উৎপাদন ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে রোগবালাই দেখা দেওয়ায়  এবং অতিরিক্ত খরায় ফুল ও জালা নষ্ট হওয়ায় ফলন কমে গেছে। যে কারণে বাজার দর ভালো পেলেও লাভবান হতে পারছে না কৃষক।

সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের লিটন ঘোষ জানান তার বাড়ীর পাশের নয় শতক জমিতে  মরিচ চাষ করেছিল। অতিখরার কারণে তার প্রায় ১৫ শ’ মরিচ গাছ শুকিয়ে গেছে। দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের ওসমান আলী বলেন, গত বছর এরকম সময়ে মরিচের ভাল ফলন ও দাম ভাল ছিল। কিন্ত পোকায় আক্রান্ত হওয়ায় এবার মরিচের গাছ নষ্ট হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় উৎপাদনের শুরুতে বাজার দর কিছুটা কম থাকলেও পরে তা বেড়ে যায়। এখন প্রতি মণ মরিচ ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। রোগবালাইয়ের হাত থেকে মরিচ গাছ রক্ষায় নিয়মিত নানা ধরণের ঔষধ প্রয়োগ করেও কাজ হচ্ছেনা।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ আলম বলেন, এ বছর জেলায় ৬ শ’ ২৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। কৃষকরা যাতে মরিচ আবাদে আর্থিক ক্ষতির শিকার না হয় এবং সে সাথে ক্ষেতে রোগ বালাই দমনে মরিচ চাষীদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad