গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুরগী খামারের মালিক আব্দুল হালিম নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মরহম তালেব মাষ্টারের পুত্র।
স্থানীয়রা জানান আব্দুল হালিম আজ বেলা দেড়টার দিকে তার নিজস্ব মুরগীর খামারে বিদ্যুৎতের লাইনের মেরামত কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুত্ব আহত হন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্তকেন্দ্রে ইনচার্জ মিলন চ্যাটার্জি মারা যাওয়ায় বিষটি নিশ্চিত করেছেন।