গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।
আজ (রবিবার, ২৮ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ শরিফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক।
এসএমই ঋণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৮ জন পল্লী উদ্যোক্তার মাঝে মোট ১৫ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।