গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে `জাতীয় বাজেট ও কর সুশাসন' বিষয়ে নারী ও যুবকদের দক্ষ করে তোলার লক্ষ্যে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারায় একশন এইড বাংলাদেশ, এলআরপি-৪৫ এর দিনাজপুরের ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ের সিবিও, সিএসও, লোক কেন্দ্রের ১৫ জন নারী ও ইয়ুুথ সদস্যরা এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
একশন এইড এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পর্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) ২২ ও ২৩ জুলাই ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করে।
এতে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন' প্রশিক্ষণ প্রদান করেন এসপিইডি’র প্রতিনিধি মোঃ ফজলুর রহমান। এ সময় তাকে সহায়তা প্রদান করেন একশন এইডের প্রজেক্ট অফিসার ফারুকুজ্জামান। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের সিবিও/সিএসও/ লোক কেন্দ্রের মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে জাতীয় বাজেট ও কর সুশাসন' বিষয়ে দক্ষ করে তোলা। যাতে করে তারা বাজেট ও কর শিক্ষা, সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়।