গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার কোচাশহর প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর মোঃ সামছুল আলম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন জুয়েল, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান ফারুক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের দল খেলায় অংশগ্রহন করে ।