গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথ্য গোপন করে টিসিবি ডিলারশীপ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার নাম মোঃ সাইফুল ইসলাম।
গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ও পুরাতন মিলিয়ে মোট ১৯ জনকে ব্যাক্তিকে টিসিবি’র ডিলার নিয়োগ দেয়া হয়। এরমধ্যে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তথ্য গোপন করে নিজেকে গালামালের ব্যবসায়ি পরিচয় দিয়ে নিজ নামে ডিলার শীপ নেয়। ইতিমধ্যে তিনি একাধিকবার তার প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া টেডার্সের নামের টিসিবির বরাদ্দ উত্তোলন ও বিতরণ করেন।
এ ব্যাপারে সহকারি শিক্ষক ও টিসিবির ডিলার সাইফুল ইসলাম বলেন, তার ডিলারশীপ বাতিল হয়েছে। এই কোটার পর আর কোন টিসিবি’র মাল পাবো না।
এদিকে সহকারি শিক্ষক হয়ে তার এই ডিলারশীপ গ্রহণ করায় সরকারি চাকুরী নীতিমালা পরিপন্থি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা রমজান আলী। তিনি বলেন, একজন সরকারি চাকুরে কখনই সরকারের লাভজনক অন্য কোন সুবিধা ভোগ করতে পারে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন বলেন বিষয়টি জেনেছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে একটি রির্পোট দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো: অলিউর রহমান বলেন, তথ্য গোপন করার জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।