গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও নৌকা মার্কায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে পথসভায় এর আগে এক পথসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য কেএম জাহাঙ্গীর আলম, কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জল, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম হিরু, যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, কপিরুল ইসলাম রানা প্রমুখ।