গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী বাসে তল্লাশি করে ফেনসিডিল সহ মাহালাম মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা এলাকার মৃত আব্দুর রশিদ মন্ডলের পুত্র।
জানা গেছে গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় সাহা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে রানীশংকৈল থেকে ঢাকাগামী কোচ রাহবার পরিবহণে (ঢাকা মেট্রো-ব -১৫-৮৬৮৭) থামিয়ে তল্লাশি করে। এ সময় মাহালাম মন্ডল নামের এক যাত্রীর পায়ের নীচে স্কুল ব্যাগে থাকা ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক পাচারের অভিযোগে মাহালমকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার এস আই সঞ্জয় বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে।