মহিমাগঞ্জ প্রতিনিধি
গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মহিমাগঞ্জ চিনিকল এলাকায় ২শ’ বছরের পুরনো একটি ঝুঁকিপূর্ণ বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসী, ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার মহিমাগঞ্জের বটতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সর্বস্তরের অর্ধসহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানবন্ধনকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রণজিৎ বক্শী সূর্র্য্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, উপজেলা মহিমাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় সাহা, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুবলীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহ আলম সরকার, খুরশীদ আলম পলাশ, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম মাসুদা রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, ইউপি সদস্য আব্দুর রউফ বাবলু, জাহাঙ্গীর আলম, মোমতাজ আলী, মুঞ্জুরুল ইসলাম প্রমূখ ।
বক্তারা বলেন, সদাব্যস্ত গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মহিমাগঞ্জ বটতলা এলাকায় দাঁড়ানো ২শ’ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ বটগাছটি ক্রমাগত মানুষের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর আগে এই গাছের ডাল ভেঙ্গে একজন মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। বর্তমানেও উপজেলার হাজারো মানুষ গাছটির নিচ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তারা অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ দ্বি-শতবর্ষী গাছটি অপসারণের দাবি জানান।