গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে জমে উঠেছে কোরবানির বাজার এবার গোবিন্দগঞ্জের কোরবানির বাজারে ক্রেতাদের নজর পরেছে থ্যালথ্যালি’র দিকে। ১৫ লক্ষ টাকায় বিত্রিু করতে চান ফ্রিজিয়ান জাতের ১ টন ওজনের থ্যালথ্যালি বাবু।
কোরবানির বাজারে এবার ক্রেতা আকৃষ্ট করতে এরই মধ্যে শেষ বারের মত যত্ন শুরু করেছেন গরুর মালিক জাকির হোসেন। তার দাবী গত বছর ন্যায্য দাম না পেলেও এবার সঠিক দাম পাওয়ার আশা করছেন। গতবছর বাজারে সঠিক দাম না পাওয়ায় অবিক্রিত ছিল থ্যালথ্যালি বাবু।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের গরুর মালিক জাকির হোসেন বলেন বাজারে গো-খাদ্যের যে হারে দাম বাড়ছে তাতে এবার তার গরুটি বিত্রিু না হলে চরম ক্ষতির মুখে পরতে হবে।
প্রতিদিন তার খাদ্য ও যত্ন করতে প্রায় ১ হাজার টাকা ব্যয় হয়। সে হিসেবে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা ব্যায় করতে হয় থ্যাল থ্যলির পিছনে। তিনি বলেন খাবার উপযুক্ত না হলে খাবারে মুখ দিয়ে বুদ বুদ করতে থাকে এরপর খাবার নরম হলে তখন খাওয়া শুরু করে। এজন্য এই গরুর নাম দেয়া হয়েছে থ্যালথ্যালি বাবু।
থ্যালথ্যালিকে পাঁচ বছর ধরে পরিচর্চা ও খাওয়ানোর কাজ করছেন আনিল হাসদা। ফ্রিজিয়ান জাতের ১টন ওজনের দীর্ঘ দেহীর এই গরুর থ্যালথ্যালি নামটা তারই দেয়া। তিনি বলেন এই গরুকে দিনে তিন বার খাবার দেই। থাবারের মধ্যে কাঁচা ঘাস, পল ভুসি সহ দেশীয় খাবার দেই। মাঝে মধ্যে আপেল মাল্টা থেকে শুরু করে বাছাই করা খাবার দেয়া হয়।
উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন বলেন দেশীয় খাবার ও সুষম খাবারের মাধ্যমে খামারে গো-পালন করা হয়েছে। এ জন্য যথেষ্ট নজরদারী ও পরামর্শ দেয়া হয়েছে। খামার এবং গরু পালনকারীদের কোরবানীয় জন্য ১লক্ষ গরু প্রস্তুত আছে। গরুর মালিকদের সুবিধার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।