Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৪

গোবিন্দগঞ্জে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোবিন্দগঞ্জে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাদত হোসেন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহাদত হোসেনের বাবা আব্দুল জলিলকে জমি লিখে দেন তার দাদি। কিন্তু তার চাচাকে জমি লিখে না দেওয়ায় শনিবার সকালে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাকবিদন্ডা হয়। এরই একপর্যায়ে চাচা ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম, পলাশ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন শাহাদত হোসেনকে মারপিট করলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad