গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র জেলা আওয়ামী লীগ নেতা মুকিতুর রহমান রাফি ও থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।
আজ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু’র সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়, ম্যানেজিং কমিটির সদস্য অশোক কুমার সাহা, রাশেদ চৌধুরী, প্রিন্স মন্ডল, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীদের কল্যানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।