Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৮

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ফার্মের এক হাজার ৮৪২ একর পরিত্যক্ত জমিতে প্রধানমন্ত্রী ঘোষিত রংপুর ইপিজেড এর কাার্র্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদ উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ ছাড়াও  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা  আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, আদিবাসী পরিষদের  সভাপতি চরণ মূর্মূ, সাধারণ সম্পাদক মাইকেল মূর্মূ, আদিবাসী নেতা বেসরা মূূর্মু, উপজেলা ওয়ার্র্ককার্র্স পাটির সভাপতি এমএ মোতিন মোল্লা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়কে একটি মিছিল বের করা হয়।

এর আগে একই স্থানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
গোবিন্দগঞ্জ ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ এএইচ এম আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শহরগছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, শিক্ষক নেতা, পৌর সভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়, সরকারি উচ্চ বিধ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, সহকারি অধ্যাপক আবু তাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad