গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জের ৪টি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা কৈননীয়া’র উদ্যোগে ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ।
এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান। এতে বক্তব্য রাখেন সংস্থার প্রোগাম ম্যানেজার উত্তম কুমার চক্রবর্তী, প্রজেক্ট ম্যানেজার মিল্টন সরকার, কৃষি ট্রেইনার মেরি মারিয়া মুরমু, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, মনিটরিং অফিসার মিঠুন মন্ডল, ট্রেইনার জোসেফ গাইন, প্রোগ্রাম অর্গানাইজার রবীন্দ্র বাড়ই প্রমুখ। এই সংগঠনের উদ্যোগে মহিমাগঞ্জ, ফুলবাড়ি, দরবস্থ ও কোচাশহর ইউনিয়নে ১৬ জুলাই হতে ২৫ জুলাই পর্যন্ত দুই শ’ সংস্থা’র সদস্যদের মাঝে চারশত ছাগল বিতরণ করা হয়।