গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ি ফটিক কে আটকের পর ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ী থেকে ফটিককে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ি হিসেবে পরিচিত ফটিক মিয়া (৪৫)কে আটকের পর কোন মাদক না পাওয়ায় তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। ফটিক উপজেলা শালমারা ঘুগাগাড়ামারা গ্রামের ফজল হকের পুত্র।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আনোয়ারুল ইসলাম বলেন শালমারা ও মহিমাগঞ্জ ইউনিয়নের সীমান্ত এলাকায় ঘুগাঘাড়া মারা গ্রামের অবস্থান হওয়ায় ফটিক দুই ইউনিয়নেই তার মাদকের নেটওয়ার্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
পুলিশ গত রাতে আটকের পর মাদক না পাওয়ার অজুহাতে তাকে অন্য মামলায় আদালতে প্রেরণ করে। এ ঘটনায় ধরণের ডিলার পর্যায়ের একজন মাদক ব্যবসায়ি তার অবৈধ ব্যবসায় আরো উৎসাহিত হবে। তিনি বলেন মাদক না পেলে ফটিককে আটক করে থানা পর্যন্ত আনার ঘাটনা রহস্যজনক এবং বিষয়টি প্রশ্নের সৃষ্টি করেছে।
এ ব্যপাারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, স্থানীয়দের কাছে ফটিকের মাদক ব্যবসার সংশ্লিষ্টতার থাকার কথা শুনেছি। কিন্তু, তার কাছ থেকে কোন মাদক না থাকায় উপায়ন্তর না থাকায় তাকে ১৫১ ধারা আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।