গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগ্নিকান্ডে ৯ টি পরিবারের ঘরবাড়ী সহ বেশ কয়েকটি গরাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে । গত রবিবার গভীর রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় ভয়াবহ এ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ঘরবাড়ি, সহায়-সম্পদের পাশাপাশি পুড়ে মারা গেছে তাদের গৃহপালিত গরু-ছাগল।অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
জানা গেছে, গত রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবেরবাজার এলাকার জয়নাল মেম্বার এর বাড়ির একটি ঘরে হঠাৎ আগুন লাগে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তা পাশ্ববর্তী কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুততম সময়ের মধ্যে আব্দুর রশিদ, সাহেব মিয়া, তোতা মিয়া, শাহজালাল, লিচু মিয়া, ফিরোজ মিয়া, রেজওয়ান মিয়া, সুজন মিয়া ও আজাদুল ইসলাম নামের ৯ ব্যক্তির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করছেন। এ সময় আগুনে পুড়ে ৯টি পরিবারের সকল সম্পদের সাথে বেশ কয়েকটি গরু ও ছাগলও পুড়ে মারা গেছে। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ, কম্বল, শুকনো খাবার, দেয়া হয়েছে ।