মাধুকর ডেস্ক ►
অবশেষে ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
এরপর বিকেলে শুরু হয় বন্দিবিনিময়। প্রথমদিনে ১৩ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে ইসলায়েলের কারাগার থেকে মুক্তি পায় ৩৯ জন ফিলিস্তিনি।
যুদ্ধবিরতির এ ৪ দিনে প্রতিদিন ২০০ করে মোট ৮০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। তবে, সাময়িক এই যুদ্ধবিরতি শেষে আরও ২ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।