Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৩

গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি মোখলেছুর রহমান মারা গেছেন

গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি মোখলেছুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান মারা গেছেন। আজ সোমবার (৪ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বজনরা জানান, সকালে তিনি শহরের পশ্চিমপাড়ার বাসায় দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোখলেছুর রহমান জীবদ্দশায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭৮ সালে তিনি গাইবান্ধার পলাশবাড়ী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আবারও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসন থেকে এমপি নির্বাচিত হয়ে একই বছরের ১২ জুন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এছাড়া পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাদুল্লাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাংবাদিকতার পাশাপাশি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করাসহ বর্ণাঢ্য জীবনে তিনি ছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি।

এদিকে, প্রবীণ রাজনীতিক, সাংবাদিক ও সমাজসেবী মোখলেছুর রহমানের মৃত্যুর সংবাদে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোকাচ্ছন্ন মানুষ তাকে এক নজর দেখতে তার পশ্চিমপাড়ার বাসায় ভিড় করেন। সোমবার বাদ মাগরিব গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, খুরশিদ বিন আতা খসরু, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুস সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, জান্নাতুল ফেরদৌস জুয়েল, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, মো. শামসুজ্জোহা, আবু সাঈদ সুমন ও আনোয়ারা বেগমসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad