নিজস্ব প্রতিবেদক►
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে গাইবান্ধা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ্ মাইনুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব মোঃ রেজাউল করিম রেজা, উপাধ্যক্ষ জনাব মোঃ মাহতাব হোসেন মন্ডল, শিক্ষক পরিষদের সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখারুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ মিয়া, বিভিন্ন বিভাগের সম্মানীত বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ্ মাইনুল ইসলাম, মোঃ রেজাউল করিম রেজা, প্রফেসর মোঃ খলিলুর রহমান, উপাধ্যক্ষ মোঃ মাহতাব হোসেন মন্ডল, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান উপাংশু বিশ্বাসসহ ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও সভাপতি মোঃ নাইমুল হাসান বিশাল।