নিজস্ব প্রতিবেদক►
গাড়ি ভাংচুরের মামলায় গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ফকিরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা মাধুকরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাত্রদলের সভাপতি গাড়ি ভাংচুর মামলায় এজাহার নামীয় আসামী খন্দকার জাকারিয়া জীম তার বাসায় অবস্থান করছে। পরে পৌর শহরের ফকিরপাড়া এলাকার তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে গত ১৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে দুপুরের দিকে ঢাকা-রংপুর মহসড়কের গাইবান্ধা পলাশবাড়ির জুনদহ এলাকায় ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাংচুর চালায় পিকেটাররা। পরে রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা।
পরে খবর পেয়ে পলাশবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে পলাশবাড়ি থানা পুলিশ ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করে। সেই মামলার এজাহারে জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জীমের নাম উল্লেখ আছে। সেই মামলা তাকে গ্রেফতার করা হয়।