Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৩

গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক►

‘দৃশ্যে সত্য, শব্দে শক্তি, ছবির মাধ্যমে সত্যের অভিমুখ’ এই স্লোগানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গাইবান্ধার একমাত্র চিত্র সাংবাদিকদের সংগঠন ‘গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ।

এ উপলক্ষে আজ রবিবার (৩১ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওবাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মতলবুর রহমান।

এছাড়াও দেশ টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, সাপ্তাহিক চলমান জবাবের সম্পাদক রজত কান্তি বর্মন বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা জেলায় কর্মরত চিত্র-সাংবাদিকদের নিয়ে ‘গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ যাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad