নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যাগে আজ শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম, বি.আর.টি.এ এর সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, আলহাজ¦ মো: হেলাল উদ্দীন সরকার, হাফেজ মো: রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন আলহাজ¦ মো: আব্দুল কুদ্দুস সিদ্দিকী।